A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার সব জায়গায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এবারের নির্বাচনে অনেকেই প্রার্থী হতে পারেন সোনারগাঁও-৩ আসন থেকে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর মুখেই শোনা যাচ্ছে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশাররফ হোসেন নৌকার মাঝি হয়ে এমপি নির্বাচন করতে পারেন।

তৃনমূল নেতাদের মতে, গত ১৪ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও গত দুই ট্রাম সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী ছিলোনা। তবে এবারের নির্বাচনে মোশাররফ হোসেনকে নৌকার মাঝি হিসেবে এককভাবে সরকারী দলের মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার বলে মনে করেন তারা। এবারের জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ে মনোনয়ন পাবেন মোশাররফ হোসেন এমনটাই ধারণা দলীয় তৃণমূল নেতাকর্মীদের।

এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, দীর্ঘদিন যাবত সোনারগাঁও-৩ আসনে নৌকার মাঝি নেই। তাই অনেকেই এবার নৌকার মাঝি হতে চাইবেন। তাদের মতো আমি আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকার মনোনয়ন চাইবো। তবে জননেত্রী শেখ হাসিনা এখানে যাকে মনোনয়ন দিবেন, আমরা মিলেমিশে কাজ করবো। সেটা আমি হই বা অন্য কেউ হোক। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করে সংসদে পাঠাবো।

আগের সংবাদ দেখুন৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
পরের সংবাদ দেখুনস্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার