ফয়সাল আহমেদ, সোনারগাঁও
সোনারগাঁয়ের সনমান্দী অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত সেতুটির মাঝখানে ভেঙে গিয়ে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। উপজেলার বিশ থেকে ত্রিশ গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের প্রধান সড়ক এটি।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং সেতুর মাঝখানে পলেস্তরা (পাটাতন) খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবারও ভেঙে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
পশ্চিম সনমান্দীর আব্দুল মালেক মেম্বার বলেন, বিএনপি'র সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ১৯৯১ সালে সেতুটি নির্মাণ করেন। সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুটি দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সেতুটি ভেঙে দ্রুত সংস্কার করা প্রয়োজন।
সিএনজি চালক আব্দুর রহিম জানান, সেতুতে রেলিং না থাকার কারণে যাত্রী নিয়ে প্রায়ই দূর্ঘটনার স্বীকার হয়েছি।
পশ্চিম সনমান্দী গ্রামের অন্ধ হাফেজ রাজিব বলেন, আমি পশ্চিম সনমান্দী মসজিদে মোয়াজ্জেম হিসেবে আছি দীর্ঘদিন যাবৎ। সেতুর রেলিং না থাকায় কিছুদিন আগে আমি সেতু থেকে নিচে পরে যাই এবং পায়ে আঘাত পাই। দীর্ঘদিন চিকিৎসার পরে এখন একটু সুস্থ হয়েছি। সেতুটি ভেঙে দ্রুত নতুন সেতু করা প্রয়োজন।
সোনারগা উপজেলা প্রকৌশলী আরজুরুল হক নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সনমান্দি এলাকায় সেতুটি ঝুকিতে রয়েছে কিনা, তা আমার জানা নেই। তবে খুব শীঘ্রই সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan