A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হোন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুদ্দিন।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ নিহত হোন নি বলে জানা যায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুদ্দিন জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি উল্টে যায় এবং গাড়ি চালক কিছুটা আহত হোন।

তবে তেমন বড় ধরণের কোনো ক্ষতি হয়নি। আমরা গাড়িটি আপাতত আটক রেখেছি। বর্তমানে কাঁচপুর সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি

 

আগের সংবাদ দেখুনসমাবেশকে ঘিরে পুলিশের তল্লাশি
পরের সংবাদ দেখুনআদলতে মাদক ধ্বংস