A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ইতোমধ্যে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। পুরো উপজেলার পাড়া,মহল্লায় নির্বাচনী সরগরম বইছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য কোন ধরনের প্রভাব বিস্তার করেন তা কোনভোবেই মেনে নেওয়া হবে না।

তারপরও আড়াইহাজার উপজেলায়জুড়ে একটি কথাই চাউর উঠেছে সুষ্ঠু নির্বাচনে বাধা হতে পারেন জাতীয় সংসদের হুইপ নারায়ণগঞ্জ-২(আড়াইাহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি এই নির্বাচনে ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, আওয়ামীলীগের কর্মীদের দিয়ে ওনার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কাজ শুরু করে দিয়েছেন।

আড়াইহাজা উপজেলা পরিষদ নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের কাছে সর্বাতœক সহযোগীতা চেয়েছে সাধারণ ভোটাররা। তারা বলছেন দীর্ঘদিন ধরেই এই উপজেলায় স্বচ্ছ নির্বাচন হচ্ছে না। উপজেলা পরিষদ নির্বাচনে কালাপাহারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে বিজয়ী করতে মাঠে নেমেছেন নজরুল ইসলাম বাবু এমপি।

এবং তার পক্ষে মাঠে কাজ করতে আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে নামতে বলেছেন তিনি। সকলকে এক হতে ইতিমধ্যেই ঘোষনা দিয়েছেন যে ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও তে এমপি বাবু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন আমরা সবাই ঐক্যগড়তে পারি কিনা। এক হয়ে কাজ করবো। আমাদের প্রার্থীকে বিজয়ী করতে।

আড়াইহাজারের বিভিন্ন পাড়া মহল্লার বাসিন্দাদের সাথে কথা বলে জানাগেছে, আড়াইহাজার আওয়ামলীগের প্রধান কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি সভা সমাবেশ ও বর্ধিত সভার নামে তার পছন্দের প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে বিজয়ী করতে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন।

মাইক হাতে সংসদ সদস্য এলাকাবাসীকে সাইফুল ইসলাম স্বপনকে ভোট দিতে বলেন। অথচ ওই এলাকার প্রবীন ও ত্যাগী রাজণীতিবিদ, এমপি বাবুর প্রথম সংসদীয় নির্বাচনে সুপারিশকারী গেল সতের বছর আড়াইহাজার আওয়ামীলীগের সভাপতি ও পরপর দুই দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহজালাল মিয়া।

তার জন্য কিছু না করেই তিনি তার পছন্দের প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে বিজয়ী করতে ইতোমধ্যে ক্যাম্পেইন করা থেকে শুরু করে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। এতে করে স্পষ্টই বুঝা যাচ্ছে আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটে এমপি বাবু বাধা হয়ে দাড়িয়েছেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে নষ্ট করছেন তিনি।

এলাকাবাসীরা জানায়, আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সেই হবে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, প্রতিদিন বাসায় ও আওয়ামীলীগ কার্যালয়ে বসে নেতাকর্মীদের ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে সংসদ সদস্য নিজেই সাইফুল ইসলাম স্বপনের পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ শুরু করেছেন। তার কথা মত নির্বাচন না করলে পরবর্তীতে তাদের দেখে নেওয়ারও হুমকি প্রদান করেন। এতে নেতাকর্মীরা আতংকিত।

নির্বাচনে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, নির্বাচন আচরণ বিধি লঙঘন করে যদি কোন সংসদ সদস্য প্রার্থী ভোট চায় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা প্রয়োজন আমরা সবকিছুই করবো।

এ ব্যপারে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠো-ফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আগের সংবাদ দেখুনমানুষের ভালবাসায় নির্বাচন করছি: শাহজালাল মিয়া
পরের সংবাদ দেখুনকায়সার কালামের ছবি ফেইসবুকে ভাইরাল