নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বর্তমান সরকারের অঙ্গীকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। বর্তমান সরকারের অঙ্গীকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের লক্ষে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। যেকোন মূল্যে সুন্দরভাবে নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে তাদের প্রিয় ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন সেটা নিশ্চিত করা হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য ঢেলে সাজানো হয়েছে। বৃহস্প্রতিবার নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
তিনি বলেন, নির্বাচন কমিশনারের নেতৃত্বে ও নির্দেশনা মোতাবেক আগামী ৭ই জানুয়ারি জাতীং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি,বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, নারায়ণগ-৫টি আসনে এ পর্যন্ত বড় ধরনের কোন সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারবো আমরা। প্রার্থীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan