A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে এক সপ্তাহ আগে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী জনস্বার্থে নির্বাচনী প্যাকেজ ঘোষণা করেছেন। প্যাকেজের মধ্যে পৌরসভার জনসেবামূলক কাজ যেমন- জন্ম, মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র ও পৌরএলাকার সকল বাজার ও যানবাহন ষ্ট্যান্ড ইজারা থেকে যে টাকা পৌরসভা আয় করত আগামীতে এ আয়ের সকল টাকা নিজের ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভা তহবিলে পরিশোধ করার ঘোষণা দেন মেয়র প্রার্থী সুন্দর আলী।

৬ জুন মঙ্গলবার দুপুরে আড়াইহাজার পৌরসভাধিন ৫নং ওয়ার্ডেও কৃষ্ণপুরা গ্রামে গণসংযোগকালে এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এ প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, ১২ জুন পৌর নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হলে তিনি জনগনের দুর্ভোগ লাঘবে এ প্যাকেজ দিয়ে জনসেবা শুরু করবেন।

তিনি বলেন, এ কাজগুলো জনগণের নিত্যনৈমিত্তিক কাজ। সাধারন মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের নাগরিকগন এ সকল সেবা পেতে পৌরসভাকে অর্থ পরিশোধ করতে হয়। জনগণ যাতে দুর্ভোগে না পড়ে এবং তাদের যেন এ সেবা পেতে নিজেদের টাকা খরচ করতে না লাগে সেই লক্ষেই এ প্যাকেজ ঘোষণা করা হল।

মেয়র প্রার্থী সুন্দর আলী বলেন, ২০১৮ সালে আমি মেয়র নির্বাচিত হয়ে পুরো পৌরসভায় ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছি। যা অতীতে এ পৌরসভায় নির্বাচিত কোন জনপ্রতিনিধিই উন্নয়নের ছোয়া লাগাতে পারেনি। আগামীতে তিনি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে আড়াইহাজার পৌরসভার জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নের অগ্রযাত্রার মাধ্যমে আড়াইহাজার পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় পরিণত করবেন বলে জানান।

আগের সংবাদ দেখুনবিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেফতার
পরের সংবাদ দেখুনইটভাটায় বিপন্ন হচ্ছে পরিবেশ