A Top Ads

নারায়নগহ্জ ক্রাইম নিউজ :

টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারার হতাশা নিয়েই  শেষ হচ্ছে বাংলাদেশের সফর ।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ জয়, এরপর টি-টোয়েন্টিতেও।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হতাশার শুরু প্রথম ওভারেই। শুরুতে ব্যাটাররা কেউই বড় রান করতে পারেননি। বাংলাদেশও অলআউট হয় অল্পতে। কিন্তু ওই রান নিয়েই দুর্দান্ত লড়াই করছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু তারপরেও  সঙ্গী হয়েছে হারের হতাশা।

শুরুতে ব্যাট করতে নেমে ১১০ রানে অলআউট হয়ে যায়। পরে বৃষ্টি নামার আগে ১৪ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে নিউজিল্যান্ড।

একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু টিম সাউদির  বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার।

বৃষ্টি আসার আগে অবধি নিশাম ও স্যান্টনারের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।

 

আগের সংবাদ দেখুনলাঙ্গলের গণজোয়ার শম্ভুপুরায়
পরের সংবাদ দেখুনভবিষ্যৎ অনিশ্চিত নির্বাচন  না হলে