A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল ডাচ বাংলা ব্যাংকের পিছে রজ্জব আলী সুপার মার্কেটস্থ সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব কার্য্যালয়ে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আরটিভি’র সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক ফরহাদ হোসাইন, যুগ্ম-সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক নয়া শতাব্দীর সাংবাদিক মো. আরিফ হোসেন, প্রেস ক্লাবের সদস্য ও নিউজ নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক কামরুল হাসান এবং প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ পোস্টের সাংবাদিক এম এইচ সৈকত, আরটিভির ক্যামেরাপার্সন আব্দুল হাই আশিক প্রমুখ।

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল ডাচ বাংলা ব্যাংকের পাশের বাইতুল আমান মসজিদের ইমাম মাওলানা মো. রইছ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় বিশ^ মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিবাদ
পরের সংবাদ দেখুনসাংবাদিক হত্যা চেষ্টা : প্রতিবাদ সভা ও মানববন্ধন