A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি নীট কনসার্ন সংলগ্ন নাগিনাজোহা সড়কের পার্শ্বে সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছে পাঠানটুলি এলাকার রাকিব ভুইয়ার ছেলে সাব্বির ভুইয়া। সে সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার মাষ্টারমাইন্ড ছিলেন। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, সোমবার দুপুরে দেশ সেরা তৈরী পোষাক কারখানা নীট কনসার্ন সংলগ্ন নাগিনাজোহা সড়কটি এলাকাবাসীর উদ্যোগে উচ্ছেদ করতে গেলে হত্যা মামলার আসামী সন্ত্রাসী সাব্বির ভুইয়া ও তার লোকেরা এলাকাবাসীকে বাধা দিতে আসে। এক পর্যায়ে সে নীট কনসার্নের শ্রমিকদের উপর হামলা চালাতে এগিয়ে আসে। এ সময় নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয়রা জানায়, এই জায়গাটিতে প্রতিনিয়তই সাব্বির ভুইয়া দোকানপাট উঠিয়ে সড়কের পার্শ্ব দখল করে চাঁদাবাজি করে আসছে। জায়গাটি মাদকের অন্যতম আখড়া বানিয়ে মাদকের ব্যবসা করতেন সাব্বির ভুইয়া ও তার লোকেরা। এলাকাবাসী ও শ্রমজীবি মানুষের দীর্ঘদিনের দাবি এই জায়গাটি দখল মুক্ত করা। সেই লক্ষে জমিতে থাকা অবৈধ স্থাপনা ও দখল মুক্ত করেছে এলাকাবাসী।

পাঠানটুলি পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন জানান পাঁচ আগষ্টের পর থেকে সাব্বিরের শেল্টারে নাগিনাজোহা সড়কে নীটকনর্সান গ্রুপের ১নং গেইটে দক্ষিণ পার্শ্বে অর্ধশতাধিক দোকান বসিয়ে প্রতি দোকান থেকে প্রতিদিন দুশো টাকা করে চাঁদা উত্তলন করে আসছে সাব্বির ও তার লোকেরা। এই সড়ক দিয়ে শ্রমজীবি শ্রমিকরা চলাচল করতে হলে নানা রমক ঝক্কি ঝামেলা পোহাতে হয় সাব্বির বাহিনীর। বিশেষ করে নারী শ্রমিকরা এই বাহিনীর ভয়ে বেশ তটস্থই থাকত। শ্রমজীবি মানুষ ও এলাকাবাসীর স্বার্থে আাজ এই জায়গাটি দখল মুক্ত করা হয়েছে। তিনি বলেন, এই জমিটির মালিক সাব্বির ও তার পরিবারের কেউ না। দীর্ঘদিন ধরে জোড় পূর্বক জমিটি দখল করে চাঁদা উত্তোলন করে আসছে সে। একজন হত্যা মামলার আসামী কিভাবে প্রকাশ্যে শ্রমজীবি মানুষকে হুমকি দেয় সে বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন করবে এমনটাই দাবি আমাদের।

দেশ সেরা তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান নীট কনর্সান গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ সড়কের পার্শ্বের গুরুত্বপূর্ণ জমিটি দখল মুক্ত করা। যেখানে মাদকের আখড়া ও দোকানপাট বসিয়ে একটি গিঞ্জি পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিলো। এই পথ দিয়ে এলাকাবাসী ও শ্রমজীবিরা প্রতিনিয়তই চলাচল করতে হিমসিম খেতো। বিশেষ করে নারীরা চলাচলে বেশ সমস্যায় পড়তো। এলাকার গন্যমান্যরা এলাকার সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে জমিটি দখল মুক্ত করেছে। তিনি বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে অনুরোধ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করা হউক।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহীনূর আলম বলেন, পাঠানটুলি নীটকনসার্ন সংলগ্ন সড়কের পার্শ্বে দখল করা জমিটি এলাকাবাসী ও নীট কনসার্ন গ্রুপের শ্রমিকদের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হত্যা মামলার অন্যতম আসামী সাব্বির ভুইয়ার বিষয়টি তদন্ত করে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

আগের সংবাদ দেখুনধনকুবের মালিক আব্দুর রাজ্জাক
পরের সংবাদ দেখুনছয় মাসেই বুঝা গেছে দৌড় কতটুকু: মুহাম্মদ গিয়াস উদ্দিন