অন্যদুজনের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। পুলিশের ধারনা তারা স্বামী-স্ত্রী। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, বৃহস্প্রতিবার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকাগামি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়।
অন্যদিকে বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা যাযনি।
ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং রিকশা চালক বাচ্চু মিয়ার লাশ স্বজনরা নিয়ে গেছেন। ঘাতক কাভার্ডভ্যান ও ট্রাক আটক রয়েছে।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan