
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জ থানা শুভ সংঘের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রবাসী মোক্তার হোসেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ শুভ সংঘের থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক আলোচনা সভায় তাকে সহ-সভাপতি নির্বাচন করেন।
সভপতি সোহাগ ইব্রাহিম জানান, মোক্তার হোসেন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার স্থায়ী বাসিন্দা। সমাজের অবহেলিত মানুষের সেবায় তাকে সবসময়ই পাওয়ায় যায়। তাই ‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানকে নিয়ে সিদ্ধিরগঞ্জের শুভসংঘের থানা কমিটিতে মোক্তার হোসেনকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। ইনশাল্লাহ, তিনি আমাদের সাথে শুভ কাজে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
মোক্তার হোসেন বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বসুন্ধরা গ্রুপের প্রতি ভালবাসা প্রকাশ করছি। আশা করি আগামী দিনে সিদ্ধিরগঞ্জের অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের সেবায় শুভ সংঘের পাশে থেকে কাজ করে যাব।