
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়শন (বাজুস) সিদ্ধিরগঞ্জ থানা শাখার নির্বাচন শেষ হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক রানা বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ও ভোটারদের ভোটে আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বৃহস্প্রতিবার চিটাগংরোডের একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাইত্রিশজন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৩৬ জন। বাজুসের এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মোছলেম উদ্দিন, মোবারক হোসেন, নেছার উদ্দিন, সোহেল রানা ও সোহান মিয়া। এর আগে ১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বাজুসের নির্বাচন কমিশন। ১৪ নভেম্বর প্রতিদন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ নভেম্বর মনোনয়নপত্র চূড়ান্ত বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এসময় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক রানা জানান, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়শন (বাজুস) সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমি যেন সকল সদস্যদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করি।