A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শনিবার বিকেলে র‍্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ থানার মোঃ চারু মিয়ার ছেলে মোঃ জিলানি (২৫) ও অপরজন একই এলাকার আক্তার হোসেনের ছেলে মোঃ হৃদয় (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় র‍্যাব।

আগের সংবাদ দেখুনগাজীর দোসররা বহাল তবিয়তে: সেলিম প্রধান