A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদামে অগ্নিকােেন্ডর ঘটনা ঘটেছে। শুক্রবার পাঠানটুলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয় নি। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আল্লাহ দান ট্রেডার্সের মালিক আমির আলী জানান, আমার মালিকানাধীন গোডাউনে আট থেকে দশ লাখ টাকার মালামাল ছিলো। হঠাৎ আগুন লেগে গোডাউনে থাকা ঝুট পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষমি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, কারখানাটিতে ঝুটসহ অন্যান্য মালামাল ছিলো। তবে আগুন লাগার সময় কারখানাটিতে কোন লোকজন ছিলেন না। বিদ্যুতিক সার্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগের সংবাদ দেখুনআটককৃত মালামাল ছিনিয়ে নিল যুবদল নেতা শাহেদ
পরের সংবাদ দেখুনদায়িত্ব দিলে এই সরকারের সাথে কাজ করতে চান, ২০১৮ সালে কোটা সংস্কারের রীটকারীরা