নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চুরি হওয়া ‘ঠিকানা পরিবহন’র একটি বাস নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত আলগী এলাকা থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। রবিবার (৭ মে) সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ও তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল রায়পুরা থানা পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে বাসটি উদ্ধার করেন।
এ সময় ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নরসিংদীর বেলাবো থানাধীন নারায়ণপুর গ্রামের মৃত বুইদ্দা ব্যাপারীর ছেলে স্বপন মিয়া (৪০) এবং একই জেলার রায়পুরা থানাধীন মনহোরাবাজ খামার গ্রামের নওয়াব মিয়ার ছেলে মো. রাসেল (২৫)। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan