A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ:  কিশোর গ্যাং লিডার শুভ-জয় বাহিনীর সশস্ত্র মহড়ায় পিলকুনি-তক্কতারমাঠ,পেয়ারা বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। গত কয়েকদিন ধরে শতাধিক কিশোর অপরাধী এসব এলাকায় ধারাবাহিক ভাবে মহড়া দিচ্ছে।

এলাকার আধিপত্যের জানান দিতেই এই মহড়া দেয়া হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, কথিত ছাত্রলীগ নেতা শুভ এবং সহযোগী জয়ের নেতৃত্বে শতাধিক কিশোরী অপরাধী নিয়ে গড়ে উঠেছে ‘সিক্রেট বাহিনী’। এই বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে গত কয়েকদিন ধরে পিলকুনি, তক্কারমাঠ,পেয়ারা বাগান এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে।

ছাত্র সমাজের নেতাকর্মীদের সঙ্গে বিরোধের জের ধরে কিশোর অপরাধীদের এটা শক্তি জানাজ দিতেই এই মহড়া দিচ্ছে।  স্থানীয় সূত্র জানায়, কথিত ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ ওরুফে চাঁন শুভ নিজেকে কখনো ছাত্রলীগ নেতা, কখনো র্যাবের সোর্স, কখনো ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। এছাড়াও প্রায় সময়ই তুচ্ছ ঘটনার জের ধরে মানুষের উপর, বসতবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থাকে। এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

কিশোর অপরাধীদের নেতৃত্ব দেয়াসহ রয়েছে নানা অপকর্মের অভিযোগ। শুভ-জয় বাহিনীর হামলা থেকে সংখ্যালঘু পরিবার,আওয়ামীলীগ নেতা কিংবা মসজিদ কমিটির সভাপতি কেউ ছাড় পায়নি। এরআগে  রফিউল ইসলাম উদয় ও রাকিবুল নামে দুই যুবককে ফতুল্লা রেলষ্টেশন উকিল বাড়ীর মােড়ে গতিরোধ করে কুপিয়ে জখম করে। এসময় যুবকদের কাছে থাকা ১৩ হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল ত্যাগ করেন । তুচ্ছ ঘটনার জের ধরে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে পার্থ চন্দ্র দাস নামে যুবককে গুরুতর আহত করে। এসময় পরিবারের দুই নারী সদস্যকেও লাঞ্ছিত করে শুভ বাহিনী।

এই বাহিনীর তান্ডব এখানেই শেষ নয়। ব্যাংককলোনী এলাকার সজল মিয়ার স্কুল পড়ুয়া ছেলেকে প্রকাশ্যে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। নূর মসজিদ এলাকায় লাভলু নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে সিক্রেট বাহিনীর সদস্যরা। এক প্রবাসীর বাড়ীতে হামলা চালায় এ বাহিনী। হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা বেগম শুভ বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওমর ফারুকের বাড়ীতে সশস্ত্র হামলা চালায় শুভ-সিনহা বাহিনী।  উল্লেখ, কয়েকদিন আগে শুভ বাহিনীর সদস্যরা পিলকুনি পাঁচতলা এলাকায় অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে প্রবেশ করে মসজিদের সভাপতিকে নাজেহাল করেছে । আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের শেল্টারে চাঁন শুভ-সিনহা-জয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এমন অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সচেতন মহল।

আগের সংবাদ দেখুনক্রীড়া সংগঠক কুতুর উদ্দিন আকসির আর নেই
পরের সংবাদ দেখুনবুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে থেমে থেমে আগুন