
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ : আজ বিকেলে ঢাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচন বন্ধ করার সাহস বিএনপি-জামায়াতের নেই,সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি এবং জামায়াতের ব্যাপারে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয় ।
তিনি আরো বলেন ;আমরা মানুষের শিক্ষা বস্ত্র ,বাসস্থান সবকিছুর জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই। আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। বিএনপি-জামায়াত সন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। আজকে নির্বাচন বর্জন করছে, বর্জন করাটা খুব স্বাভাবিক। ভোট চুরি করতে পারে না তাই নির্বাচন করবে না ,বলে জানান তিনি ।
ঢাকায় ১৫টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ১৫টা রত্ন বলেন শেখ হাসিনা তিনি আরো বলেন , এই ১৫টা রত্ন আপনাদের সেবক হিসেবে কাজ করবে, এবং আপনাদের সেবা করবে ।