ফয়সাল আহমেদ, সোনারগাঁও
“মানুষ বাঁচবে কয়দিন, সেবা থাকবে চিরদিন” এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্ট রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সাংগঠনিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবীদের সামাজিক ভূমিকা ও গুনিজন ব্যক্তিবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। এদের মধ্যে কেউ বঞ্চিত নারী শিশু অধিকার ফাউন্ডেশনে কাজ করে, কেউ রক্ত দান কর্মসূচিতে কাজ করে, কেউ মানুষের মৃতদেহ কবরস্থ করে, কেউ সামাজিক উন্নয়নের সংগঠন করছে, কেউ অবহেলিত নারীদের নিয়ে কাজ করছে, এক অন্ধ ব্যক্তি সম্পূর্ণ কোরআনে হাফেজ হয়ে বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন এবং ইমামতি করছেন, আবার কেউ একজন টিফিনের টাকা দিয়ে গরিব অসহায় মানুষকে সাহায্য করছে। এই ধরনের ২১টি সংগঠন এই অনুষ্ঠানের যোগদান করেছে।
উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে তাদের কর্মকাণ্ড তুলে ধরেছেন। তাই এ ব্যাপারে লিয়াকত হোসেন খোকা বলেন, যারা এই মানবিক কাজ গুলি করেন তারা নিঃসন্দেহে ভালো কাজ করে যাচ্ছেন। তাদেরকে আমি সম্মান জানাই। তাই তিনি খুশি হয়ে বললেন, আমিও আপনাদের সাথে এক হয়ে কাজ করতে চাই। এই মানবিক কাজগুলো করতে গিয়ে যারা বিভিন্ন সময়ে অসুস্থ্য হয়ে পড়েন তাদের জন্য অবশ্যই একটা ফান্ট তৈরি করা দরকার। সেই জন্য তিনি তাঁর নিজ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা ফান্ড দিবেন বলে আশ্বাস দিয়েছন এবং আগামীতে আপনাদের সকলকে নিয়ে আমি কমিটি গঠন করে প্রায় দশ হাজার বৃক্ষরোপণ করব, ইনশায়াল্লাহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন, সাংবাদিক আব্দুল বাতেন সরকার, সাংবাদিক আলতাফ মাহামুদ, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন, বিবি আসিয়া ফাউন্ডেশন এর পরিচালক মো. মনির হোসেন, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, এশিয়া নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সভাপতি সরদার এম এ মহীন, বিকশিত নারী সংঘের সৈয়দা তৌফিকা সাহেদ, শিক্ষক গোলাম মাহমুদ, ক্ষুদে মালিহা শালিন, নারায়ণগঞ্জ বিডি ক্লিন সংগঠনের ইকবাল হোসেন বিজয়, চ্যানেল আই এর সিনিয়র ষ্টাফ রিপোর্টার নুরুন্নাহার চৌধুরী আলপনা, পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুজন কুমার হালদার, সনমানদী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. ফয়সাল আহমেদ, কবি ও লেখক মো. পনির হোসেন, বটমল ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এ সময় এমপি তার নিজ হাতে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan