
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উলুকান্দি এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আর্শিবাদপুষ্ট গোপালদী পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান মিশু ও তার বাবা আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে গত দেড়যুগ সন্ত্রাসের রামরাজক্ত কায়েম করে আসছে। গত পাঁচ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পরও তারা এলাকায় বহাল তবিয়তে পূর্বের ন্যায় রামরাজক্ত চালিয়ে আসছেন। এ বিষয়ে মঙ্গলবার ওই এলাকার বাসিন্দা মুকবুল হোসেন নামে এক ভুক্তভোগী তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের বাসিন্দা গোপালদী পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মিশু কমিশনার ও তার পিতা আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলী প্রধান আমাদের পৈত্তিক জমিতে টেক্সটাইল মিলস ও নির্মানাধীন দোকানপাট দখলে নেওয়ার জন্য চেষ্টা চালায়। আমাদের পৈত্তিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন মিশু কমিশনার ও তার বাবা। দাবিকৃত চাঁদা না দেওয়ায় চাপাতি, শাবল, ছোড়া, বল্লশসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতরা হলেন, শিরিনা বেগম, শিল্পী আক্তার, রুমা বেগম,শাহিদা বেগম ও মুকবুল হোসেন। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘরে যেতে পারছেনা।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মুকবুল হোসেন কালের কন্ঠকে জানান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নাম ভাঙ্গিয়ে সেচ্ছাসেবকলীগ সভাপতি মিশু কমিশনার ও তার বাবা গোপালদী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঞ্জুর আলী প্রধান গত সতের বছরে আমাদের উপর স্টিম রোলার চালিয়ে আসছে। আমাদের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। তারা আমার কাছে দশলাখ টাকা চাঁদা দাবি করে। দাকিকৃত চাঁদা না দেওয়ার আমাকে ও আমার পরিবারের সদস্যদের পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন। তাদের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কালের কন্ঠকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।