আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেজলায় বিষাক্ত সাপের কামড়ে শাহীদা বেগম নামের এক গৃহবধূর মুত্যু হয়েছে। রবিবার আড়াইহাজার পৌরসভার নাগের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহিদা বেগম বাড়ির বাইরে সড়কে বের হলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন কালের কন্ঠকে জানান, সাপটি বিষাক্ত বলে মনে হয়েছে। হাসপাতালে আনার আগেই শাহিদা বেগমের মৃত্যু হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan