নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মুসা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা বিষধর সাপ হঠাৎ করে শাকিলের পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করেন।
পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড়ানোর পরপরই তারা শাকিলের পায়ে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে রশি খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে তীব্র জ্বালা-পোড়া শুরু হয় এবং তিনি ছটফট করতে থাকেন।
স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় শাকিলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan