A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সানারপাড় এলাকায় বিডিডিএল কোম্পানীর জমি সংলগ্ন সরকারি বাহাত্তর শতাংশ জমিতে ঈদগাঁহ ও কবরস্থান দেওয়ার দাবি জানিয়েছেন ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা। এ বিষয়ে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ করেছেন তারা। সোমবার দুপুরে সরেজমিনে সানারপাড় ওই এলাকায় গিয়ে দেখা যায়, এলাকাবাসীরা ওই সরকারি জমিতে ঈদগাঁহ ও কবরস্থান দেওয়ার জন্য সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট তফতরের সহযোগীতা কামনা করেন তারা।

এলাকাবাসীরা জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার খদ্দঘোষপাড়া মৌজায় বাহাত্তর শতাংশ জমি খাস খতিয়ানে রয়েছে। জমিটি দীর্ঘ বছরকে বছর খালি পড়ে রয়েছে। সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারাসহ আশপাশে এলাকায় প্রায় অর্ধলক্ষাধীক লোকের বসবাস। কিন্তু দু:খের বিষয় ওই এলাকায় কোন কবরস্থান ও ঈদগাঁহ না থাকায় ডেমরার শুকুরশি কবরস্থান ও আশপাশের এলাকায় দাফন ও মসজিদে মসজিদে জানাজা ও ঈদের নামাজ আদায় করতে হয়। তাই জায়গাটিতে একটি ঈদগাঁহ ও কবরস্থান হলে এখানকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

সানারপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন ওরফে বাঘা হোসেন জানান, আমাদের দীর্ঘদিন যাবৎ একটি কবরস্থান ও ঈদগাঁহের দাবি জানিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিতভাবে আবেদন করেও কোন সুরাহা করতে পারিনি। সরকারি জায়গাটি খালি পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। তাই এই জায়গাটিতে আমরা কবরস্থান ও ঈদগাঁহ করতে পারলে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পুরণ হবে।

মনির মিয়া জানান, এই সরকারি জায়গাটিতে কবরস্থান ও ঈদগাঁহ দেওয়ার জন্য এলাকাবাসীদের গণস্বাক্ষর নিয়ে মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার প্রস্তুতি গ্রহন করছি আমরা।

ফাতেমা আক্তার নামে ওই এলাকার গৃহিনী জানান, দীর্ঘদিন ধরেই আমাদের এলাকাবাসীর একটাই চাওয়া। এই এলাকায় একটা কবরস্থান ও ঈদগাঁহ হউক। আমাদের লাশটা যেন নিজের এলাকায় দাফন হয়। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই।

দ্রুত যেন এই সরকারি জমিটিতে আমাদের ঈদগাঁহ ও কবরস্থানটি করে দেয়।
সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজের শিক্ষার্থী আবির হোসেন জানান, ঈদ এলে আমরা ঈদগাঁহে গিয়ে নামাজ আদায় করতে পারি না। স্কুল মাঠে বা মসজিদে নামাজ পড়তে হয়। আমরা চাই আমাদের এলাকায় একটি ঈদগাঁহ ও কবরস্থান হউক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুরণ হউক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সানারপাড় এলাকায় একটি ঈদগাঁহ ও কবরস্থান করার। সরকারি জাগয়াটি খালি পড়ে থাকায় কোন কাজেই আসছে না। এই জায়গাটিতে একটি ঈদগাহ ও কবরস্থান করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আগের সংবাদ দেখুনযুগের চিন্তা পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শাহজাহান সাজু
পরের সংবাদ দেখুনদুই সাংবাদিকের নামে মামলা,প্রেসক্লাবের নিন্দা