নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।
সোমবার উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রীজ এলাকার এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলা মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।
বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়য়েন ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালানা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটো রিক্সায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটার সিএনাজি অটোরিক্সার গতিরোধ করে।
প্রাইভেটকার থেকে ৪/৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোরপূর্বক টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan