
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি জমি নিয়ে সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি ও ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, সাজু ডেভেলপারস এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজুর বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নিয়েছেন সানারপাড় খদ্দঘোষপাড়া এলাকার চানমিয়ার ছেলে ইমান আলী।
বৃহস্প্রতিবার সন্ধায় বটতলা সাজু ডেভেলপারস এর কার্য্যালয়ে এসে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ অভিযোগ তুলে নেন। এসময় আপোশ মীমাংসার দলিলের স্বাক্ষর করেন ইমান আলী। ইতিপূর্বে ইমান আলী সাজু ডেভেলপারের বিরুদ্ধে স্বরাষ্ট সচিব, ভুমি সচিব, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় খোদ্দঘোষপাড়া মৌজায় সাজু ডেভেলপারের মালিক শাহজাহান সাজু একটি জমি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ওই এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে ইমান আলী ওই জমির একাংশের মালিকানা দাবি করে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ইমান আলীর জমির মালিকানা ঠিক না থাকায় বৃহস্প্রতিবার সন্ধায় সাজু ডেভেলপারস কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে এলাাকার গণ্যমান্যলোকদের উপস্থিতিতে ইমান আলীর দায়ের করা বিভিন্ন দফতরের অভিযোগের তুলে নিয়ে আপোশ মীমাংশা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শিমড়াইল এলাকার বাসিন্দা হাজী নুরু মিয়া, ইমান আলীর ভগ্নিপতি মঙ্গল কসাই, ও তার বড় বোন, নিজাম উদ্দিন নিজাসহ আরো অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে সাজু ডেভেলপারস এর ব্যবস্থাপনা পরিচালক তিন নাম্বার ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু জানান, আমি দীর্ঘদিন যাবৎ এলাকায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। কাউকে কখনো ঠকানোর চিন্তা করিনি। ন্যায্য মূল্য দিয়ে জমি ক্রয় করে ব্যবসা করি।
আমার বিরুদ্ধে মিথ্যা, হয়রানি মূলক অভিযোগ দায়েরের পর ইমান আলী ভুল বুঝতে পেরে অভিযোগ তুলে মীমাংসা করেন।
ইমান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অন্যের প্রোরোচনায় এলাকার সনামধন্য ব্যবসায়ী সাজু ডেভেলপারের মালিক শাহাজাহান সাজুর বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম।
আমার জমির মালিকানা প্রমাণ না করতে পারায় ও আমার ভুল বুঝতে পারে আমি সেচ্ছায় তার কার্য্যালয়ে এসে সকল প্রকার অভিযোগ তুলে নিয়েছি। এখন থেকে আমার সাথে সাজু ডেভেলপারস এর কোন বিরোধ নেই। আমি তাকে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগীতা করে যাব।