A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বিজ্ঞ আদালতের রায় ঘোষনার ৭২ ঘন্টার মধ্যে মোসা. ফাহিমা (৩৫) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বন্দর থানাধীন আন্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার শামসুল হক ওরফে বোবা সামছুর স্ত্রী।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, আসামী মোসা. ফাহিমা ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেন্সিডিল ও ২৫০টি ইয়াবা’সহ গ্রেপ্তার হন। সে বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। বিজ্ঞ আদালত গত ১৩ মার্চ গ্রেফতারকৃত আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে আসামীকে গ্রেফতার করা করা হয়।

আগের সংবাদ দেখুনতিন কারখানাকে জরিমানা
পরের সংবাদ দেখুনখাদ্য গুদামে বিস্ফোরণে শ্রমিক নিহত