নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টায় দায়ের করা মামলার আসামি কলি বাহিনীর সন্ত্রাসী আফজাল ও তার সহযোগী সাজুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ এপ্রিল) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতারের পর সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে আদালত শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বাড়ি কাঞ্চন পৌরসভা এলাকায়। এদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের দাবি করেন এলাকাবাসী।
এর আগে গত বুধবার রাতে আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজাল’সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় সংবাদ প্রকাশের জেরে বাংলা টেলিভিশনের সাংবাদিক সোহেল কিরণ (৩৩)’কে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। সোহেল কিরণকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে।
সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নানের ছেলে। সোহেল কিরণ বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোহেল কিরনের ভাই সাহেল মাহমুদ জানান, সোহেল তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে মঙ্গলবার তারাবি নামাজের পর রাত পৌনে ১০টার দিকে কাঞ্চন বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় গোলাম রসুল কলির হুকুমে কলি বাহিনীর সন্ত্রাসী আফজাল’সহ কয়েকজন মিলে তার ও তার বন্ধু সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। সাইফুল ইসলামকে এলোপাতাড়িভাবে পেটাতে থাকলে সোহেল সন্ত্রাসীদের বাধা দেন। এক পর্যায়ে সন্ত্রাসী আফজাল’সহ হামলাকারীরা সোহেল কিরণকে চর থাপ্পর মারতে থাকে। পরে আফজালের হাতে থাকা ধারালো ভাঙ্গা গ্লাস দিয়ে সোহেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাহেল মাহমুদ আরও জানান, আফজাল’সহ কলি বাহিনীর সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। আর আফজাল’সহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ পরিবেশন করা হয়েছে। ওই সংবাদ পরিবেশনকে কেন্দ্র করেই তার ভাই সোহেলকে ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
এদিকে, "আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন" এই দাবি নিয়ে সোহেল কিরণসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় অবস্থান নেন। রোববার (৯ এপ্রিল) দুপুরে দুই ঘন্টা অবস্থান নেয়ার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন এসে নিরাপত্তার আশ্বাস দিলে পরিবার অবস্থান তুলে নেন।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে, বাকি আসামিদের গ্রেফতার ও হামলাকারীদের উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বৃহৎ আন্দোলন ঘোষণা দেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan