নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এই মামলা প্রত্যাহারের দাবি করেছে ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার রাতে প্রেসক্লাবের পক্ষে সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম এই বিবৃতি প্রদান করেন।
দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তার পিএস হাফিজুর রহমানের দায়ের করা মামলায় বুধবার (১০ মে) দুপুরে আমলী আদালত ‘ক অঞ্চল’র বিচারক মোনালিসা এ আদেশ দেন।
আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য। গত ২০ বছর যাবৎ দৈনিক মানবজমিন, দৈনিক আমার দেশ, দৈনিক আমাদের সময় ও দৈনিক রূপালীসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অত্যন্ত সুনামের সহিত কাজ করেছেন তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan