
ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় সাংবাদিক আফসানা আক্তারের মা ও বাবার উপর হামলা করে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে কাশীপুর ইউনিয়নের উত্তর গোয়ালবন্দ খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক আফসানা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এতে অভিযুক্ত করা হয়েছে উত্তর গোয়ালবন্দ খিলমার্কেট এলাকার মৃত নূর ইসলাম সরদারের ছেলে মিজানুর রহমান (৫০) ও তার স্ত্রী শিমুসহ (৩০) অজ্ঞাত কয়েকজনকে। অভিযোগে আফসানা আক্তার উল্লেখ করেন, তাদের বাড়ির পাশে অভিযুক্তদের রিকশার গ্যারেজ। সেখানে গভীর রাত পর্যন্ত মাদক ও জুয়ার আড্ডা চলে। রাতভর তাদের হৈ-চৈ এর কারণে সামাজিক পরিবেশ নষ্ট হয়। ইতোপূর্বে আসামিদের জুয়া ও মাদকের আড্ডা বন্ধের কথা বললে তারা সেসব বন্ধ না করে আমাদের হুমকি-ধমকি দেয়। এরই জেরে শুক্রবার দুপুরে যখন আমার বাবা-মা ছাড়া কেউ ছিলেন না তখন আসামিরা হামলা চালায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মায়ের কান কেটে যায়। তাকে হাসপাতালে নিলে কানে কয়েকটি সেলাই পড়ে। বাবাকে লোহার রড, লাঠিসোটা দিয়ে মারধর করে। চিৎকার শুনে আমার দাদি ঠেকাতে আসলে তাদেরও মারধর করে আসামিরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।