
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নওরোজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আক্তার হোসেনের বাড়িতে দিনে দুপুরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার বিকেলে নানাখী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্নালংকারসহ মোট চারলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চুরের দল।
সাংবাদিক আক্তার হোসেন জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় তার বসত বাড়িতে তালা লাগিয়ে বাড়ির বাইরে গেলে একদল সংঘবদ্ধ চোর ঘরের তালা কেটে ঘরে প্রবেশ করে তিনভরি স্বর্ণ, হজে¦ যাওয়ার জন্য জমানো টাকা ও মালামালসহ চারলাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেন।
এ বিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। চুরির ঘটনার সাথে চিহিৃত করে খুবশিগ্রই মালামাল উদ্ধারের চেষ্টা করছি আমরা।