
বন্দরে তিনটি সিআর মামলার এক বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর উপজেলার ফুনকুন এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী শামীম ওই এলাকার ইটখোলা মালিক হাজী মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে উল্লেখিত সাঁজাওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারী ও এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুনকুন এলাকায় ওয়ারেন্ট তামিলের অভিযান চালায়।
অভিযান কালে পুলিশ সিআর মামলা নং- ২৮০/২১ সিআর মামলা নং- ২৩২/২১ ও সিআর মামলা নং ১০০/২১ এর ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শামীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।