প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১:২২ অপরাহ্ণ
সরকারী জমি কোটি টাকায় বিক্রি

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: সরকারী জমি জাল দলিল তৈরীর মাধ্যমে বিক্রি করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অপরাধে নারায়ণগঞ্জের বন্দরে বকুল আহম্মেদ নামের এক প্রতারক কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
প্রতারক বকুল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সোনাচোরা এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী দেলোয়ার জানান, সরকারি জমির জাল কাগজপত্র তৈরি করে আমার কাছে বিক্রি করে ১ কোটি ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে আমি কাগজপত্র নিয়ে জমি নামজারী করতে গেলে জানতে পারি এটা সরকারী জমি।এই বিষয়ে তাকে লোকজন নিয়ে জিজ্ঞেস করলে সে প্রতারণার কথা শিকার করে। তারপর জমির টাকা ফেরত দেয়ার নামে আমাকে একটি চেক প্রদান করে। কিন্ত আমার ১কোটি ৭০লক্ষ টাকা না দিয়ে পালিয়ে বেড়ায়। সে একজন আন্তর্জাতিক প্রতারক হিসেবে পরিচিত।
এই বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক জানান, প্রতারক বকুল মিয়া কে একটি চেক ডিজনার মামলায় ওয়ারেন্টে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan