নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজারে হাইজাদি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে থাকা গাছ কেটে অনত্র বিক্রি করে দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সংবাদ পেয়ে রবিবার সকালে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গাছ জব্দ করেন।
এলাকাবাসী জানায়, উপজেলার হাইজাদী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে থাকা কয়েকটি কড়ই গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া। সরকারী গাছ কাটার সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ করে।
প্রত্যক্ষদর্শী পিয়ার আলী ও দেলোয়ার হোসেন জানান, কোন প্রয়োজন ছাড়াই সরকারী নিময়-নীতি উপেক্ষা করে সরকারী জায়গায় থাকা গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।
ওই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কবির হোসেন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, হাইজাদি ইউনিয়ন থেকে গত দশ বছরে চার থেকে পাচ হাজার সরকারী গাছ একটি মহলের যোগসাজসে মরা গাছ বলে বিক্রি করে দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হাইজাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া জানান, সরকারী গাছ কাটার সাথে জড়িত নন তিনি। তবে মাঠের পাশের গাছ থেকে ডাল কর্তন করার কথা স্বীকার করেন তিনি। পরে ওই জায়গাটি বালু দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, গাছ কেটে বিক্রি করার সংবাদের বিষয়টি আমার জানা নেই। তবে এখনই খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan