
নারায়নগঞাজ ক্রাইম নিউজ : মাছের বাজার স্থিতিশীল থাকলেও নতুন আলু ও পেঁয়াজের দাম কমলেও ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহে এসব বাজারে পেঁয়াজ ও আলুর দাম কমেছে। পেঁয়াজ দেশিটা ১৩০ টাকা, দেশি নতুন পেঁয়াজ ১০০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শেওড়াপাড়া বাজারের মুরগি বিক্রেতা বলেন , গত এক মাস ধরে মুরগির বাজার বাড়তি রয়েছে। প্রতি সপ্তাহেই মুরগির দাম বাড়ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় আমরাও বাড়তি দামে বিক্রি করছি ।
বাজারে গরুর মাংসের দাম কিছুটা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল আছে বাজারে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে শীতকালীন সবজি দাম বেড়েছে। শিম, বাঁধাকপিরসহ সকল ধরনের সবজির দাম বেড়েছে।