A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বন্দরে সন্ত্রাসী সনেটের ছুরিকাঘাতে আরিফ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার দশ দিন পার হয়ে গেলেও সন্ত্রাসী সনেট অধরা রয়ে গেছে। বন্দর নবীগঞ্জ কদমতলী এলাকায় গত ২০ মার্চ দুপুরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আরিফের পথরুদ্ধ করে এলোপাথারি মারধর করতে থাকে। এক পর্যায়ে মাদক সন্ত্রাসী সনেট ধারালো ছুরি দিয়ে আরিফকে হত্যার উদ্দেশ্য পেটে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী চিকিৎসার জন্য বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভিক্টোরিয়া থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এদিকে জানা যায়, বন্দর ইউনিয়নের কদমতলী এলাকায়র ইউসুফ আলীর ছেলে সনেট (২৭) প্রতিনিয়তই ভয়ংকর হয়ে উঠছে। এই বয়সে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নবীগঞ্জ, কদমতলী, শান্তিনগর, রসূলবাগ সহ বন্দরের প্রতিটি মহল্লায় সনেটের মাদক কারবার রমরমা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, শুধু মাদক কারবার করে বিষয়টি এমন নয় এরা রাত হলেই ভয়ংকর হয়ে উঠে নবীগঞ্জ, বাগবাড়ী, দাশের গাঁ মেইন রাস্তায় রাত-বিরাতে ছিনতাই ও মাদক ব্যবসা করে। বন্দর থানা পুলিশের কার্যক্রম একেবারেই জীর্ণশীর্ণ। নাম মাত্র পুলিশ, অথচ পুলিশ টহলে থাকতেও আইন শৃঙ্খলা বাহিনীর সামনে চুরি, ছিনতাই, মাদক সন্ত্রাসী আতংকে ফেলে দেয় এলাকাবাসীকে।

অভিযোগের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

আগের সংবাদ দেখুনআড়াইহাজারে খেলাফত মজলিসের নতুন কমিটি
পরের সংবাদ দেখুনগাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার