
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় সন্ত্রাসী জালালের নেতৃত্বে একটি বিদ্যালয়ের জমির বাউন্ডারি জোড়পূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই জমির মালিক বাদি হয়ে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবু তাহেরের মালিকানাধীন ২০২৫ সালের জানুয়ারি মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মালিবাগ শাখা হতে সিদ্ধিরগঞ্জ মৌজায় খতিয়ান নম্বার সিএস ৫৬১ এসএ ৭১৪ ও আরএস ৪৮২ দাগনং সিএস ও এসএ ১১৮, আরএস ৮১ দাগের ৭শতাংশ জমি আটষট্টি লক্ষ সত্তর হাজার টাকা নিলামে ৪৪৩ নাম্বার দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। উত্তর মাদানীনগর এলাকার বাসিন্দা শুক্কুর মিয়া(কুলি)র ছেলে জালাল মিয়া, মৃত: সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লাল, মৃত: আব্দুর রশিদের ছেলে মাহবুব হোসেনের নেতৃত্বে এক থেকে দেড়শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন জমির বাউন্ডারি ভেঙ্গে ফেলে। জমিতে বিভিন্ন ফলজ গাছের চারা, কলাগাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার গাছ ক্ষতি সাধন করে। এ সময় সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়।
ভুক্তভোগী জমির মালিক বদরুনেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের জানান, আমি ন্যায্যমূল্য দিয়ে ন্যাশনাল ব্যাংক মালিবাগ শাখা হতে জমিটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। জালাল মিয়া, আমিনুল হক বিল্লাল ও মাহবুব হোসেন আমার মালিকানাধীন জমিতে থাকা বাউন্ডারি জোড়পূর্বক ভেঙ্গে ফেলে। এসময় এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদেরকে একত্রিত করে ত্রাসের রাজত্ব কায়েম করেন। ঘটনার দুই দিন আগে থানায় এ বিষয়ে জালাল মিয়া অভিযোগ করেন। অভিযোগের পর সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম ও রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা দুই পক্ষকে রবিবার থানায় কাগজপত্র নিয়ে বসতে বলেছেন। ইতিমধ্যে থানা পুলিশের নির্দেশ অমান্য করে জালাল মিয়া ও তার সহযোগীরা আমার মালিকানাধীন জমির বাউন্ডারি ভেঙ্গে ফেলে থানা পুলিশকে অবজ্ঞা করেছে তারা। সন্ত্রাসীরা আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি আমি।
এ বিষয়ে জানতে চাইলে জালাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ওয়াসিম আকরাম ও রাশেদুল ইসলাম জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় দুই পক্ষকে তাদের মালিকানাধীন জমির কাগজপত্র নিয়ে থানায় বসার জন্য রবিবার বসার কথা রয়েছে। জালাল মিয়া ও তার সহযোগীরা আমাদের নির্দেশ উপেক্ষা করে কিভাবে জমির বাউন্ডারি ভেঙ্গেছে এ বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করেছি। তবে আইনের প্রতি সন্মান দেখানো প্রত্যেক নাগরিকে দায়িত্ব ও কর্তব্য।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, মাদানীনগর এলাকার একটি স্কুলের জমির বাউন্ডারি ভেঙ্গে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।