
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী আফজাল (৪২)’কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেওভোগ হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আফজাল ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ীর এবাদুলের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টির বেশী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস পূর্বে রাজু প্রধান বাহিনীর রাসেদকে হোন্ডা থেকে নামিয়ে আফজাল’সহ বেশ কয়েকজন সন্ত্রাসী কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছিলো। সে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এ ঘটনায় মামলাও হয়। সেই মামলায় আফজালকে গ্রেফতার করা হয়। সেই হামলার প্রতিশোধ নিতেই বৃহস্পতিবার সকালে আফজালকে কুপিয়ে হত্যা করে রাজু প্রধান, রাসেল, রাসেদ সহ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে আফজালকে রাজু বাহিনীর প্রধান রাজু প্রধান, রাসেল তার ভাই রাসেদ সহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে রাস্তা থেকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আফজালের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আফজালকে কুপিয়ে জখম করে। পরে সে মারা যায়। নিহত আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টির মতো মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাঁশমুলি, কাশিপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা সহ দেড় ডজনেরও বেশি মামলার আসামি রাজু প্রধানকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজু প্রধান ফতুল্লা মডেল থানার দেওভোগ বাঁশমুলির রিয়াজ প্রধানের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাই এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, ভূমিদস্যুতা, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী রাজুর বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। এদের অনেকের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলা সহ প্রায় দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।