
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপারস লিমিটেড নামে একটি ডেভেলপারস কোম্পানীকে নিয়ে ষড়যন্ত্র করছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘ দেড় যুগ যাবৎ এই প্রতিষ্ঠানটি এলাকায় সুনামের সহিদ ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকার এক শ্রেনী পেশার স্বার্থন্নেশী মহল নিজেদের সার্থ উদ্ধার করার জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান সাজু ডেভেলপারের ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি প্রতিকায় উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। তবে দীর্ঘ দিনের ব্যবসায়িকদিক পর্যালোচনা করে জানাযায়, এই কোম্পানীটি কোন অবস্থাতেই সাধারণ মানুষের সাথে প্রতারণা, জমি দখলসহ কোন অন্যায় কাজের সাথে কখনোই লিপ্ত নয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, সানারপাড় এলাকায় “বিডিডিএল” কোম্পানীর কাছ থেকে যে জমিটি তিনি ক্রয় করেছেন। সন্ধা হলেই ওই এলাকায় কেউ যেত পারত না। চোর, ছিনতাই, ডাকাত ও চাঁদাবাজ মাদকের আখড়া ছিলো। এখানে সন্ত্রাসী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ছিলো। সাজু ডেভেলপার কোম্পানী জমিটি ক্রয় করার পর বালু ভরাট করে বসাবাস যোগ্য করায় ওই এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে। বাহভা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। এছাড়া এ প্রতিষ্ঠানে কাজ করে শতশত পরিবার জীবিকা নির্বাহ করছেন। শুধু তাই নয়, দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
সাজু ডেভেলপারস লিমিটেড নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে আবাসন খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। মানুষকে দিয়েছে উন্নত জীবনযাত্রায়। তরুণ উদ্যোক্তা সাজু ডেভেলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। অবহেলিত জনপদে অভিজাত আবাসন এলাকা গড়ে তুলে সাধারণ মানুষের সহযোগীতার হাত বাড়িয়েছেন। গুণগত, মানসম্পন্ন নির্মাণসামগ্রী উৎপাদন ও সংযোগ শিল্পের বিকাশে এই খাতে যোগ্য নেতৃত্ব দিয়ে দেশের আবাসন খাতকে শিল্পে রূপান্তরের নিপুণ কারিগর তিনি। জমি ও বাড়ি নির্মাণৈ গুণগত মান এবং সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিয়ে সাজু ডেভেলপার লিমিটেড হয়ে উঠেছে ভোক্তাদের আস্থার অন্য নাম। এগিয়ে যাওয়ার পথ সুগম ছিল না কখনোই। কিন্তু শাহজাহান সাজু কখনো নিজ নীতি থেকে বিচ্যুত হননি। অটল থেকেছেন নিজের লক্ষ্যে। সততা, নিষ্ঠা, ধৈর্য ও নিরলস প্রচেষ্টায় নিজ হাতে তিনি সাজু ডেভেলপারস লিমিটেডকে নিয়ে এসেছেন এক অন্যন্যস্থানে।
সাজু ডেভেলপার কোম্পানীর কাছ থেকে জমি নেওয়া এক বাড়ির মালিক জানান, শাহজাহান সাজু একজন সাদা মনের মানুষ। তিনি অত্যন্ত ন¤্র, ভদ্র ও মিষ্টিভাষী। সর্বদা হাসিমুখে সকলের সাথে কথা বলেন। সকলের সাথে মিলেমিশে ব্যবসা পরিচালনা করেন। আমিসহ আমার কমপক্ষে দশজন আত্মীয়স্বজন তার কাছ থেকে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছি। আমরা তার জন্য সবসময় নামাজ পড়ে মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে দীর্ঘায়ু করেন।
আয়েশা আক্তার নামে এক বাড়ি মালিক জানান, দীর্ঘ বিশ বছর যাবৎ শাহজাহান সাজু বিভিন্ন এলাকায় জমির ব্যবসা করে আসছে। আমিও তার কাছ থেকে জমি নিয়ে বাড়ি করেছি। কখনো শুনেনি সে মানুষের ভেজাল জমি ক্রয় করে বিক্রি করেছেন। সম্প্রতি তার ব্যবসায়িক ও ব্যক্তিগত সুনামক্ষুন্ন করার জন্য এক শ্রেনীর দুষ্টুচক্রের লোকেরা বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একটি পত্রিকায় তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করছেন সাজু ডেভেলপার কোম্পানীর বিরুদ্ধে। এসকল বিভ্রান্তিমূলক সংবাদ কখনোই জনকল্যাণ বয়ে আনতে পারে না।
সাজু ডেভেলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বলেন, “বিডিডিএল” নামে একটি ডেভেলপার কোম্পানীর কাছ থেকে সানারপাড় এলাকায় জমি ক্রয় করেছি। বিডিডিএলের মালিক হিন্দু সম্প্রদায়ের জমির মালিকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ক্রয় করেই আমাদের কাছে বিক্রি করেছেন। আমাদের ক্রয়কৃত জমিতে কোনভাবেই সরকারি বা হিন্দু সম্প্রতি নাই। তিনি বলেন, আমি দীর্ঘদিন এক যুগ ধরে জমি ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করে আসছি। কোন ওয়ারিশ ও ভেজাল সম্পত্তি কখনো ক্রয় করিনি।
সাধারণ মানুষ বিশ্বাস করে আমাদের সাথে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন। কতিপয় স্বার্থান্নেশি মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য সাজু ডেভেলপারস লিমিটেড এর নামে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি চালাচ্ছেন। সাজু ডেভেলপারর্স লিমিটেড দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিপক্ষের লোকেরা আমার ব্যবসায়িক ও ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছেন।