নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।
মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, আপিল বিভাগ কর্তৃক সিএমপি নং ৬৯৫/২০২২ এর ২৭ মার্চ ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এই অবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগে থেকেই এ উপজেলার নির্বাচনের ওপর স্থগিতাদেশ ছিল। বিষয়টি কবশিমনের দৃষ্টিগোচর হওয়ায় আইনি বাধ্যবাধকতা থাকায় এ উপজেলার তফসিল বাতিল হবে। পরে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan