নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কুয়েত প্লাজার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন। নিহতরা হলেন- কুমিল্লার মেঘনার মৃত জগেশ চন্দ্র দাশের ছেলে চিন্তা চন্দ্র দাশ (৬০) এবং একই এলাকার জোতিষ চন্দ্র দাশের ছেলে রামপ্রদ চন্দ্র দাশ (৪০)। নিহত দুইজনই মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যান যোগে কুমিল্লা থেকে ৫-৬ জন মাছ ব্যবসায়ী যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে পিকআপটি সিদ্ধিরগঞ্জের কুয়েত প্লাজার সামনে পৌঁছে। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা দেয় ঐ পিকাপভ্যানটি। ফলে পিকআপ ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ী নিহত হয়।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে আরেক মাছ ব্যবসায়ীর মারা যায়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক টিআই একেএম শরফুদ্দিন জানান, এ ঘটনায় দুইজন মাছ ব্যবসায়ী নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের চালকদ্বয় পালিয়ে গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan