A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: অবরোধের দ্বিতীয় দিনে এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেন।

প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপির কর্মীসমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় উত্তেজিত কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, আমাদের দাবি না পুরণ হওয়া পর্যন্ত আমরা কোনভাবেই মহাসড়ক ছাড়বো না। দাবি আদায় করেই ঘরে ফিরব।

 

 

আগের সংবাদ দেখুনটায়ারে আগুন,গাড়ি ভাংচুর
পরের সংবাদ দেখুনবিরুর নেতৃত্বে প্রতিরোধ মিছিল