A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: জামায়াত-বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে আজ সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ককে আগুন, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এসময় সড়ক অবরোধ করলে যানচলাচল ব্যাহত হয়। অগ্নিসংযোগ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন চার বিএনপিকর্মী।

বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় বিএনপির নিবাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
অপরদিকে অবরোধকারীরা সকাল আটটার দিকে কাচপুর সাজেদা হাসপাতালের সামনে এলাকায় বিক্ষোভ মিছিল করে সরকার বিরোধী শ্লোগান দেয়। এবং গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চলে যায় অবরোধকারীরা।

তবে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের বেশ সতর্ক অবস্থানে দেখা যায়। পাশাপাশি পুলিশ, র‌্য্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের পেট্রোলিং অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মহাসড়কের মাদানীনগর এলাকায় বিএনপিকর্মীসমর্থরা অবরোধ করে অগ্নিসংযোগ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় পিকেটিং এর অভিযোগে চারজন বিএনপিকর্মীকে আটক করা হয়।

 

আগের সংবাদ দেখুননাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি
পরের সংবাদ দেখুনপুলিশ আহতের ঘটনায় গ্রেফতার-১০