
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি সুন্নাহ নামে একটি সামাজিক সংগঠনের নামে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীরা।
এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের মুকবুল হোসেন মোল্লার ছেলে রোকনুজ্জামান বুরুমদি সুন্নাহ নামে একটি সংগঠনের সভাপতি দাবি করে বিভিন্ন এলাকায় রিসিট দিয়ে টাকা মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। বিভিন্ন লোক ও প্রতিষ্ঠানের কাছে প্রতারণার মাধ্যমে অভিনব কৌশলে চাঁদা তুলছেন তিনি। এলাকার সাধারণ মানুষ সংগঠনের নামে চাঁদা আদায়কারী রোকনুজ্জামানকে আইনের আওতায় এনার দাবি জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বুরুমদি গ্রামের এক ব্যক্তি নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, দীর্ঘদিন যাবৎ একটি সামাজিক সংগঠনের নামে রোকনুজ্জামান ও তার সহযোগীরা সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করছেন।
চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে রোকনুজ্জামান নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে বলেন, আমরা কয়েকজন মিলে এই সংগঠনটি পরিচালনা করছি। সেচ্ছায় কোন ব্যক্তি আমাদের সংগঠনে টাকা দিলে আমরা তা গ্রহন করি। সেই টাকা দিয়ে মানুষের সহযোগীতা করার চেষ্টা করি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পরিদর্শক (তদন্ত) মহসিন নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, কোন সংগঠনের নামে রিসিট দিয়ে চাঁদা আদায় করা একেবারেই নিষিদ্ধ। এ বিষয়ে খোজখবর নিয়ে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।