
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং শ্রমিকদের নিম্মতম মজুরী ২৫০০০ টাকা দাবী জানিয়ে আলোচনা সভা ও লাল পতাকার র্যালি বের করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। মহান মে-দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সোমবার (১ মে) সকাল ৯টায় চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আলোচনা সভা ও লাল পতাকার র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এফ.এম আবু সাঈদের সভাপতিত্ব এসময় আরো বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি রমজান শেখ, শাহিদা বেগম ও মো. ইমরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
এসময় এড. ইসমাইল তার বক্তব্যে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবী পরিবার যখন কঠিন দুরবস্থায় তখন আমরা মে-দিবস উদযাপন করছি। জীবন যাপনের জন্য উপযুক্ত বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ভবিষ্যৎ সঞ্চয় বলতে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা অত্যন্ত নাজুক। একভাবে শ্রমিকদের নব্যদাসে পরিনত করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প ৭৬ ভাগ রপ্তানি আয় করে অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন বিশে^র সর্বনিম্ম পর্যায়ে। শিল্প কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার শক্তভাবে হরণ করা হয়েছে।
শ্রমিকরা নির্যাতিত হলেও সংগঠিত ভাবে কোন প্রতিবাদ করতে পারে না। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়নি, আগুনে পুড়ে-ভবন ধসে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হচ্ছে। দাবী-অধিকারের কথা বলতে গেলে পুলিশের গুলিতে শ্রমিকের প্রাণ হারাচ্ছে। এ যেন ১৮৮৬ সালের শিকাগো শহর। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে মালিকেরা শ্রমিকদের সাথে যে আচরণ করেছিল আজ বাংলাদেশের মালিক শ্রেণীও শ্রমিকদের সঙ্গে অনুরুপ আচরণ করে চলছেন। পুজিঁবাদের ধর্ম মানুষের সম্পদ শোষণ ও লুটপাট করে মানুষকে তিলে-তিলে নিঃস্ব করে দেওয়া।
স্বাধীনতা পরবর্তী ৫১ বছরে পুজিঁবাদ বা মালিক শ্রেণী তাদের পক্ষের রাজনীতি দিয়ে বাংলাদেশের জমিনে সহজে এই কাজটি করে ফেলেছে। একদিকে হাজার কোটি টাকার মালিক এবং গ্রুপ অব ইন্ডাষ্ট্রি আর অন্যদিকে ৬৮% মানুষ ভূমিহীন এবং ৪ কোটি মানুষ বেকার, শ্রমিকেরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নেতৃবৃন্দ শ্রমিকদের নিম্মতম মজুরী ২৫,০০০ টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের ব্যবস্থার দাবী জানান।