A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবুল হাসান স্বজন (২০) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওবায়দুল কাদের,শামীম ওসমান, সেলিম ওসমানসহ দুইশো ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৭ আগস্ট) রাতে নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম, নাসির উদ্দিন, এহসানুল হক নিপু, হাবিবুর রহমান রিয়াদ, তানভীর আহমেদ টিটু, কামরুল হাসান মুন্না, আব্দুল করিম বাবু, বান্টি, রাফেল, মতিউর রহমান মতি, রুহুল আমিন, ফজর আলী, খান মাসুদ, বিটু, দেলোয়ার প্রধান, লিটন সাহা, কোরবান, আলী রেজা উজ্জ্বল, মনির হোসেন, সুজিত সাহা, সাইফুল্লাহ বাদল, শওকত আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. রিফাত, নাছির, শ্যামল, অহিদুজ্জামান অহিদ, শুভ, এহসান উদ্দিন আহমেদ, ফয়সাল, নির্জন দাস, টিপু সুলতান, রামু সাহা, অ্যাডভোকেট মহসিন, মিনহাজুল বিকি, বাপ্পিসহ অজ্ঞাত দেড় থেকে ২শ জন।
গত ৩ আগস্ট বিকেলে আবুল হাসান স্বজন চাষাঢ়া এলাকায় গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় স্বজনকে ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তার মৃত্যু হয়।

আগের সংবাদ দেখুন‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে
পরের সংবাদ দেখুনশেখ হাসিনা ও শামীম ওসমানসহ সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন