নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হুসাইন (১০) নামে এক কিশোরের গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আলোচিত অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমান।
এর আগে বুধবার বিকেলে নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই বিকেলে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আওয়ামী দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও ইট পাটকেলসহ দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা হামলা করে। তখন হুসাইন শিমরাইলের ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan