আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। সোমবার ওই আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামী নাইমুর রহমানের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
এ ছাড়া লাশ গুম করার কারণে তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং সেই সাথে অর্থ দন্ডের আদেশ দেন আদালত। দন্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার মোঃ আব্দুল জব্বারের ছেলে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
আদালতের সরকার পক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহাম্মেদ রকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্ত আসামী আড়াইহাজার থানার পুরিন্দা বড়বাড়ি এলাকার জনৈক নান্নুর বাড়ীতে ভাড়া বাসায় থাকা কালে পাশের বাড়ীর লিজা আক্তার (৬) নামে এক শিশুকে আইসক্রীম ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে বলপূর্বক ধর্ষণ ও হত্যা করে লাশ কাঁথা দিয়ে মুড়িয়ে চৌকির নিচে লুকিয়ে রাখে।
পরে পরিবারের লোকজন সন্দেহ বশত নাইমুর রহমানের ঘর তল্লাশী করে চৌকির নিচ থেকে লিজার লাশ বের করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর ২০২১ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan