নারায়ণগঞ্জে ফতুল্লায় সাড়ে চার বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে ছোটন মিয়া নামে এক যুবক কে গ্রেফতার করেছেন ফতুল্লা থানা পুলিশ। শুক্রবার রাতে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ছোটন মিয়া ফতুল্লা মডেল থানার বায়তুল ফালা জামে মসজিদ লালখাঁ আয়নাল হোসেনের জামাইয়ের বাড়ীর ভাড়াটিয়া টিটু মিয়ার পুত্র। স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী শিশুটির পরিবারকে চাপের মূখে রেখে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তবে সংবাদ কর্মীদের কারনে তাদের সে চেস্টা ব্যর্থ হয়।
শিশুটির মা জানায়, শিশু কন্যাকে ছোটন মিয়া তার ভাতিজির সাথে খেলার কথা বলিয়া বাসার রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করিয়া জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষন করে। শিশু কন্যাটির মা তার সন্তানকে খোজাখুজি করে না পেয়ে ধর্ষক ছোটনের ভাতিজির নিকট তার শিশু কন্যার কথা জানতে চায়। তখন ধর্ষক ছোটনের ভাতিজি বাদী কে জানায় ছোটন তার মেয়ে কে নিজ ঘরে নিয়ে দরজা বন্ধ করিয়া দিয়েছে।
এমন সংবাদ পেয়ে বাদী দ্রুত ছোটনের ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খোলার অনুরোধ করে। বেশ কয়েক মিনিট ছোটন দরজা খুলে বের হলে তিনি দেখতে পান তার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। পরবর্তীতে চিকিৎসকের নিকট গেলে তাকে জানানো হয় তার শিশু মেয়েকে ধর্ষন করা হয়েছে।
শিশুটির পরিবারের একাধিক ব্যক্তি জানান, ঘটনার পরপর স্থানীয় পঞ্চয়াতের প্রভাবশালী ব্যক্তি ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, আয়নাল, জসিম, ধর্ষকের হয়ে শিশুটির বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য এবং প্রশাসনের সাহায্য না নেওয়ার কথা বলেন। বিষয়টি স্থানীয়ভাবে তারাই মিমাংসা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানায়, ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ছোটন কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হচ্ছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan