নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ব্যবসায় লস করতে করতে নিট পোশাক শিল্প মালিকরা এখন সবচেয়ে অসহায় অবস্থায় আছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নিট পোশাক শিল্প মালিকদের বিকেএমই এর সভাপতি সেলিম ওসমান। নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প খাতে ১১ বারের মতো সিআইপি সম্মাননা অর্জন ও প্রথমবারের মতো "বাংলাদেশে" তৈরি লেখাটি সংযুক্ত করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জে পাটের অভাব ছিল না। নারায়ণগঞ্জ থেকে পাট ইউরোপে এক্সপোর্ট হতো। নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। আজ সেই পাট গেল কোথায়! পাট বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার কাজল, বিকেএমই এর নির্বাহী সভাপতি মো. হাতেম, সহ-সভাপতি মনির সোহেল, মো. আখতার হোসেন, অসমতা তাহমিনা আক্তার দোলাসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan