নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
শিমড়াইল মোড়ে চলাচলকারীরা জানান, মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট বসিয়ে ভাড়া আদায় করছেন একটি সিন্ডিকেট। এতে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এছাড়া মহাসড়কে পরিবহন চলাচলে মারাত্মক ভাবে বিঘœ ঘটছে। এসকল অবৈধ দোকান উচ্ছেদ করায় পথচারীদের চলার পথ সুগম ও মহাসড়কে পরিবহন চলাচলে শস্তি ফিরবে।
শিমড়াইল মোড়ের দোকানী নজরুল ইসলাম জানান, রাস্তার উপর যেভাবে অবৈধ দোকানপাট বসানো হয়েছে এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এছাড়া মহাসড়কে চলাচলরত সকল পরিবহনগুলো ঠিকমত চলাচল করতে পারছেনা। এসকল দোকান উচ্ছেদ করায় ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব হবে বলে মনে করেন তিনি।
শিমড়াইল মোড়ের দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন আহম্মেদ জানান, ঈদকে সামনে রেখে যাতে সাধারণ মানুষের ও মহাসড়কে পরিবহন চলাচলে বিঘœ না ঘটে সেজন্য আমরা এসকল অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan