
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক মহাসড়ক থেকে শুরু করে এলাকায় অলিগতিতে আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জে অবস্থিত দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান নীট কনসার্ন গ্রুপ।
গতকাল নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সড়ক ট্রাফিকের দায়িত্বে থাকা ও পরিস্কার পরিচ্ছন্নতায় থাকা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালন জাহাঙ্গির হোসেন মোল্লা।
এসময় তিনি বলেন, রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের এমন আত্মত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে। রাষ্ট্র সংস্কারে শিক্ষার্থীরা যেসকল সড়ক মহাসড়কে, গ্রামের গঞ্জে যেভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে মনে হয় আমরা একটি নতুন সোনারবাংলা পেয়েছি। যেখানে থাকবেনা কোন ভেদাভেদ, হানাহানি আর মারামারি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলব একটি নতুন সোনার বাংলাদেশ।
এসময় জাহাঙ্গির হোসেন মোল্লা আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তা যেন দেশের জন্য মঙ্গলজনক হয়। জাতির জন্য আশাজাগানিয়া হয়। জাতি গঠনে সকল ভেদাভেদ ভুলে ও মতপার্থক্যে লিপ্ত না হয়ে সমবেতভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ ও জাতিকে একটি সমৃদ্ধময় হেসেবে গড়ে তুলতে পারি।